শেষ রাতের সঙ্গ
শরীফ ভৈরবী
.
অশরীরী ভর করে
মিথুন মৃত্তিকায়
লোকালয়ে ভেসে আসে
বৈকুণ্ঠের গান
নিমিষেই বোধ বুদ্ধি বিবেচনা
হাওয়া হয়ে যায়
অনুরাগের ফুলকিরা সব
আগুনের লেলিহান
জেগে ওঠে দাউদাউ
মূর্তকামুক
মনের মদন
ধলেশ্বরী যাদুকাটা যমুনার জলে
ফুলেফেঁপে ওঠে
প্রমত্ত নিলাজ রমণ
ধ্রুপদী আচরণ
মেধা ও মনন
ষোলোআনা সব
কামের দখলে
ধ্যান জ্ঞান
নাম যশ
কুল মান খ্যাতি
গুণগ্রাহী
অবিরত কামের আরতি
.
বুধবার ২৭ জুলাই ২০২২
কঙ্কালসার দুঃস্বপ্নের রাত কাটে না
.
স্বপ্নগুলো
তোপের মুখে
সার্বভৌম স্বাধীন দেশে
বানের জলে যাচ্ছে ভেসে
স্বপ্নগুলোর
জীবন আছে
লক্ষশহীদ স্বপ্নগুলো
রক্ত দিয়ে এঁকে গেছে
স্বপ্নগুলো
যে কারণে
ভূলুণ্ঠিত
সুবর্ণ এই জয়ন্তীতে
স্বাধীনতার
সবাই জানি
হানাহানি চারিদিকে
অন্ধকারের সদর্প ভাব
গুটিকতক
‘ইভিল সিভিল উর্দিপরা’
দুর্নীতিবাজ আর লুটেরা
জন্মভূমির শিরদাঁড়া
গুড়িয়ে দিতে
একনিষ্ঠ
স্বপ্নগুলো
কষ্টে কাঁদে
উজাড় করা
বনের শোকে
গাছের শোকে
বিলুপ্ত সব মাছের শোকে
গোলাহারা ধানের শোকে
গোয়ালশুন্য গাভীর শোকে
উদ্বাস্তু পাখির শোকে
মরে যাওয়া নদীর শোকে
স্বপ্নগুলোর
বুকে আজও বারুদ জ্বলে
সময় হলেই উঠবে ফুঁসে
স্বপ্নগুলো
বিনা দোষে
যীশুর মতো ঝুলছে ক্রুশে
স্বপ্নগুলো
সাধারণের
সহজসরল
মোটা কাপড় মোটা ভাতের
স্বপ্নগুলো
চরণ ধুলো সাধুজনের
স্বপ্নগুলো
পালিয়ে বেড়ায়
ইথিওপিয়া সোমালিয়ায়
ইয়েমেনে
স্বপ্নগুলো
খাদ্যাভাবে
কঙ্কালসার
দুঃস্বপ্নের
রাত কাটে না
স্বপ্নগুলো
পদতলে পিষ্ট হয়ে
ইহলীলা সাঙ্গ করে
স্বপ্নগুলো
ঘুণে ধরা
সমাজটাকে
ভেঙেচুরে
পাল্টে দেয়ার
নেয় না ঝুঁকি
তবুও
স্বপ্নগুলো
দিনবদলের
চোখের তারায়
জীবনমুখী
.
মঙ্গলবার ৫ জুলাই ২০২২
ক্ষেপণাস্ত্র
.
বড় হোক ছোট হোক
কবিতার মাপজোক
মন যেন ছুঁয়ে যায়
ভালোবাসা যদি থাকে
গাছগুলো ফুলে ফুলে নুয়ে যায়
সমতার জয় হোক
প্রকাশ্য দিবালোক
ছড়াক সঙ্গের সুরভী ও শক্তি
ষোলআনা মুছে দিক
শোকাহত স্নায়ুর বিভক্তি
থেমে গেলে হাক ডাক
ডাকে শুধু দাঁড়কাক
ভুলে যায় পাখিরা শিশুতোষ নামতা
ছানাবড়া চোখ করে
তালগোল পাকিয়ে করে আমতা আমতা
শোন প্রিয়তমা
দিনদুপুরে কারা মারে গাড়িতে পেট্রল বোমা
জানো নাকি কিছু
কারা উস্কানিদাতা
সদর্পে নিয়েছে চেতনার পিছু
একদিন আসবেই
বিশ্বাসে টের পাই
শোষণের দিন হবে হবে শেষ
সবাই সমান সেদিন
কেউ হবো না বিশেষ
শুভ হোক সারাদিন
শুভ হোক বারোমাস
গাছের কোলে বসে
পাখিদের গান শুনে
বুক ভরে নেবো শ্বাস
লালসার লালা চাটে
বুদ্ধিজীবীর দল
মনের বেশ্যালয়
শাস্ত্র বিধান ঘেটে
বানিয়েছে বহুতল
তবু কবিতার নামে আজ
রোগ শোক মুছে যাক
দিশাহারা দলছুট
ভুল পথ ভুলে গিয়ে
ভালোবাসা ফিরে পাক!
.
সোমবার
১১ অক্টোবর ২০২১