ক্ষমা প্রার্থণা
সৈয়দ শাকিল আহাদ
প্রভু ক্ষমা করে দাও মোরে প্রভু ক্ষমা করে দাও;
তোমারে ভুলিয়া চালাইয়াছি কঠিন জীবনের নাও।
জীবনের মোহে করিতে পারি নাই তোমার দীনের কাজ;
ক্ষমা করে দিও শেষ বিচারে দিওনা মোরে লাজ।
আপনার তরে তোমারে ভুলিয়া কাটাইয়াছি দিবারাত;
মনের অজান্তে ভুল করে তোমারে দিয়াছি কতনা আঘাত।
আমি অভাগা নাদান গোনাহগার বান্দা তোমার;
দুহাত তুলে পানা চাই, সহজ করিও মোর বিচার।
ক্ষুধার জ্বালায় চাতুর হইয়া ভুল করিয়াছি ভুবনে;
হে দয়াময় ক্ষমা করে দিও, শান্তি পাই যেন মরণে।
জীবন যুদ্ধে উল্লাসে মেতে মিটাইয়াছি জীবনের স্বাদ;
অধম বান্দার অদম্য কর্মে হইয়াছে বড় কোন অপরাধ।
ক্ষমা না করে অভিশপ্ত মরণ প্রভু দিওনা কভু মোরে;
অশ্রুনয়নে করজোড়ে ক্ষমা প্রার্থণা করি তোমার দরবারে।