কে বেশি ক্রন্দন করে, চোখ না হৃদয়?
হয়তো কারোর চোখ
হয়তো হৃদয়
বহুকাল ধরে কেঁদে যাচ্ছে..
যুগ যুগ ধরে কেঁদে যাচ্ছে কেউ কেউ।
এই সুদীর্ঘ কান্নার
জল ছেনে ছেনে যে হাসতে পারে
সেই তো প্রেমিক। সেই তো আমৃত্যু সুখী।
কে বেশি ক্রন্দন করে, চোখ না হৃদয়…
চোখ নিঃস্ব দরিদ্র বলে
তার কান্না সকলের চোখে পড়ে,
সচ্ছল হৃদয় –
কেঁদে কেঁদে কবেই পাথর হয়ে গেছে।
প্রাচুর্য। আদিত্য নজরুল