৮২ বছরে পা দিলেন কিংবদন্তী সংগীত শিল্পী আশা ভোঁসলে। ১৯৩৩ সালে মাস্টার দীননাথ মুঙ্গেশকরের বিখ্যাত সঙ্গীত পরিবারে জন্ম হওয়া আশা নিজেই এখন একটি প্রতিষ্ঠানে পরিণত।
ছয় দশকের সংগীত জীবনে আশা ভোঁসলে হাজারের অধিক হিন্দি সিনেমায় গান গেয়েছেন তিনি। ব্যক্তিগত অ্যালবাম সহ সর্বমোট ১২ হাজার গান গেয়েছেন তিনি যা গিনেজ বুক অব ওয়ার্ল্ডস লিপিবদ্ধ রয়েছে। আশা ১৯৭৭ সালের মধ্যেই ৭ টি ফিল্ম ফেয়ার পুরস্কার জেতার পরে কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিলেন তাকে যেন আর পুরস্কারের জন্য বিবেচনা না করা হয়। এছাড়া সঙ্গীতে অবদানের জন্য পদ্ম বিভূষণ, দাদা সাহেব ফালকে পুরস্কার ও দুটি জাতীয় পুরস্কার জিতেছেন।
আরেক সঙ্গীত কিংবদন্তি লতা মুঙ্গেশকরের ছোট বোন ও বিখ্যাত সঙ্গীত রচয়িতা ও পরিচালক রাহুল দেব বর্মনের স্ত্রী আশা আশি পেরিয়েও একান্তে নিজের কাজ করে যাচ্ছেন।