গতকাল ছিল ২২ ফেব্রুয়ারি ২০২২। এই দিনটিকে স্মরণ রাখার জন্য অভিনেত্রী মাহিয়া মাহি, শিপন মিত্র, রাজ রিপা, গায়িকা বাঁধন সরকার পূজা ও পরিচালক চন্দন রায় চৌধুরী অন্য রকম পরিকল্পনা করেছিলেন। সেদিন সন্ধ্যায় নিকেতনে এক হয়ে সবাই সিদ্ধান্ত নেন মাওয়া ঘাটে যাবেন। রাত ১২টার আগেই মাওয়া গিয়ে মাহির হাতে ভাজা ইলিশ খান সবাই।
পরিচালক চন্দন বলেন, ‘আমরা সবাই কাছাকাছি সময়ে ক্যারিয়ার শুরু করেছিলাম। সেই থেকে আজও আমাদের সম্পর্ক অটুট। আমরা পাগলামি করতে ভালোবাসি। মাহি কাল হঠাৎ ফোন দিয়ে বলল সন্ধ্যার পর ফ্রি থাকতে। আমি জানি সে কোন ধরনের পাগল। বলেছে মানে সেটাই হবে। একটা শুট ছিল, সেটা বাতিল করেই আমরা একসঙ্গে সময় কাটিয়েছি। ’
মাহিয়া মাহি বলেন, ‘অনেক দিন মিডিয়ার মানুষের সঙ্গে দেখা হয়নি। গতকাল একটা বিশেষ দিন ছিল। জানি না জীবনে এমন সংখ্যার তারিখ আর পাব কি না! তাই ভাবলাম দিনটাকে স্মরণে রাখার জন্য কিছু করি। পূজা, শিপন, রিপা, চন্দন—সবাই আমার খুব কাছের। তাদের নিয়েই সমস্ত পরিকল্পনা করলাম। রাস্তা আটকে সবাই আড্ডাও মেরেছি। দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি। ’