জাল কার্যাদেশ দেখিয়ে এবি ব্যাংক থেকে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ১৩ আসামিকে গ্রেপ্তারে আদালতের আদেশ বাস্তবায়নে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশ কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ২৬ জুন পরবর্তী তারিখ রেখে এ সময়ের মধ্যে দুদকের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপারকে তা জানাতে বলা হয়েছে।
এ মামলায় গ্রেপ্তার দুই আসামির জামিন প্রশ্নে রুল খারিজ করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিকুল ইসলাম মামুন।