বিএনপি থেকে পদত্যাগের পর দল থেকে বহিষ্কৃত নেতা উকিল আবদুস সাত্তার ভুঞার নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। বাম পাশে আওয়ামী লীগ ও ডানে বিএনপি নেতাকে বসিয়ে পাঁচ গ্রামের মানুষের উদ্যোগে বৃহস্পতিবার সভা করেছেন তিনি। মতবিনিময় করেছেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে। দেখা করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদের সঙ্গে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাত্তার ভুঞা তার ছেলে মাইনুল ইসলাম তুষারকে নিয়ে শিউলী আজাদের কুট্টাপাড়ার বাসভবনে যান।
বিষয়টি নিশ্চিত করতে বৃহস্পতিবার রাত ৮টায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিউলী আজাদের মোবাইল ফোন নম্বরে কল দেওয়া হলে শংকর রায় নামের এক ব্যক্তি রিসিভ করেন। তিনি বলেন, ‘স্যার তো মিটিংয়ে আছেন।’ আবদুস সাত্তার ভুঞার সঙ্গে সভা শেষ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট উত্তর না দিয়ে বলেন, ‘কিছু নেতাকর্মী স্যারের বাসভবনে আছেন।’