মার্কিন স্পিকারের সফরের জবাবে তাইওয়ানের চারপাশে গত বৃহস্পতিবার থেকে সামরিক মহড়া শুরু করেছে চীন। জলপথে ছুড়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যে অঞ্চলে চীন ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তা জাপান থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে। বিশ্লেষকদের ধারণা, চীনের এ কর্মকাণ্ড জাপানের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির ব্যাপারে দেশটির জনসমর্থন বাড়াতে ভূমিকা রাখবে।
জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেট পার্টির জ্যেষ্ঠ আইন প্রণেতা তারা কানো এ প্রসঙ্গে বলছেন, ‘এটি স্পষ্ট যে তাইওয়ানের সঙ্গে কিছু ঘটলে, আমরাও তাতে প্রভাবিত হব।’
জাপানের জনসাধারণ সামরিক ব্যয় বৃদ্ধিতে সায় দেবে কি না—প্রশ্নের জবাবে সাবেক এ পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ‘পরিষ্কারভাবেই জাপানে হাওয়া বদলে গেছে।’