সরকার বিদ্যুৎ, গ্যাস, কৃষি খাত, খাদ্য, রপ্তানি, প্রবাস আয়সহ বিভিন্ন খাতে ভর্তুকি দেয়। এর মধ্যে বিদ্যুৎ খাতে কেন্দ্রগুলোকে শুধু সক্ষমতার জন্য নির্দিষ্ট হারে অর্থ (ক্যাপাসিটি চার্জ) দিতে হচ্ছে বছরে প্রায় ১৭ হাজার কোটি টাকা। করোনার অভিঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবের পর অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এর ফলে প্রবাস আয়ের মতো খাতগুলোতেও ভর্তুকি কমানোর সুযোগ এসেছে। অর্থনীতিবিদরা বলছেন, সরকার চাইলেই তুলনামূলক কম প্রয়োজনীয় ভর্তুকিগুলো কমিয়ে আনতে পারে। এতে সরকারের ওপর ভর্তুকির চাপ কমে আসবে।

