সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারতের সামনে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। ব্যাট হাতে বিরাট কোহলি আর শুভমান গিলের বিধ্বংসী সেঞ্চুরির পর গতির ঝড় তুললেন দুই পেসার মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শামি। শ্রীলঙ্কা গুটিয়ে গেল মাত্র ৭৩ রানে। ভারত পেল ৩১৭ রানের বিশাল জয়। যা ওয়ানডেতে রানের ব্যবধানে সর্বোচ্চ জয়ের রেকর্ড। আগের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের। ২০০৮ সালে আয়ারল্যান্ডকে তারা হারিয়েছিল ২৯০ রানে। ৩-০ ব্যবধানে সিরিজে ধোলাই হলো শ্রীলঙ্কা।
রান তাড়ায় নেমে টপাটপ উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দলীয় ৭ রানে আবিস্কা ফার্নান্দোকে দিয়ে শুরু; এরপর আর কেউ ঘুরে দাঁড়াতে পারেনি। ২২ ওভারে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার নুয়াইন্দু ফার্নান্দো। এ ছাড়া কাসুন রাজিথা ১৩* আর অধিনায়ক দাসুন শানাকা ১১ রান করেন। ৭ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি আর কুলদীপ যাদব।