প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার নিয়ে ভারতের নিজস্ব উপলব্ধি আছে বলে জানিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সাংবাদিক ও রাজনীতিক এম জে আকবর। গত সোমবার কলকাতায় এক আলোচনা অনুষ্ঠানে ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার রাজনীতি’ বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি জানান, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় ভারত তার ভূমিকা পালন করবে।

