টুর্নামেন্টে তৃতীয় জয়ের অপেক্ষায় থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পুঁজিটা খারাপ ছিল না। কিন্তু নাজমুল হোসেন শান্ত, রায়ান বার্ল আর মুশফিকুর রহিমদের সামনে সেটা খুব ছোট টার্গেট হয়ে গেল। এই ত্রয়ীর ঝোড়ো ব্যাটিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে সিলেট সিক্সার্স। সেটাও আবার ১২ বল হাতে রেখেই। এতে তারা ফরচুন বরিশালকে টপকে উঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে।
রান তাড়ায় নেমে সিলেট স্ট্রাইকার্সকে দুর্দান্ত শুরু এনে দেন নাজমুল হোসেন শান্ত আর তৌহিদ হৃদয়। নবম ওভারে ৬৩ রানের জুটি ভাঙে ১৮ বলে ১৫ রান করা তৌহিদ হৃদয়ের বিদায়ে। তবে থামেননি শান্ত। ৩৬ বলে তুলে নেন টানা দ্বিতীয় ফিফটি। তার সঙ্গী মুশফিকুর রহিমও আগ্রাসী ব্যাট করছিলেন। জুটি দারুণ জমে ওঠে। উপভোগ্য ব্যাটিং করছিলেন দুজনই। ঝোড়ো জুটিতে ভাঙে নাজমুল হোসেন শান্তর বিদায়ে। নিহাদুজ্জামানের বলে চট্টগ্রামের উইকেটকিপার ইরফান শুকুর তাকে স্টাম্পড করেন।