আজ শুক্রবার বিকেলে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে রীপা বললেন, “আমার অভিনীত ‘মুক্তি’ সিনেমাটি রিলিজ করতে যাচ্ছে। আর শুনলাম ‘শের খান’ সিনেমায় শাকিব খান সিক্সপ্যাক নিয়ে আসছেন, তাই চ্যালেঞ্জটা সুপারস্টার শাকিব খানের সঙ্গেই নিয়েছি। ‘শের খান’ মুক্তির আগেই আমার ‘মুক্তি’ সিনেমাটি মুক্তি পাবে।”

