সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী লি কোয়ান ইয়্যুর মৃত্যুতে দেশটিতে সাতদিনের জাতীয় শোক পালন শুরু হয়েছে।
মি. লি সিঙ্গাপুরকে একটি ছোট বন্দরনগরী থেকে বিশ্বের সবচেয়ে ধনী একটি দেশে রূপান্তরিত করার পথে নেতৃত্ব দিয়েছেন।
সোমবার ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেন মি. লি।
মি. লি-র মৃত্যুতে বিশ্বনেতারা তার প্রতি সম্মান জানিয়েছেন। ৩১ বছর যাবত সিঙ্গাপুরের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন লি কোয়ান ইয়্যু।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে ‘ইতিহাসের বিশাল ব্যক্তিত্ব’ হিসেবে বর্ণনা করেন, অনেক বিশ্বনেতাই যার পরামর্শ আশা করতেন।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, মি. লি ছিলেন একজন বহুল সম্মানিত পরিকল্পনাবিদ এবং রাষ্ট্রনেতা, এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে বিশ্ব রাজনীতির একজন ‘অভিভাবক’ হিসেবে বর্ণনা করেন।
আগামী রোববার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগ পর্যন্ত জাতীয় শোক পালন চলবে এবং বুধবার থেকে শনিবার পর্যন্ত মি. লি-র মরদেহ দেশটির সংসদ ভবনে রাখা হবে।