বুধবার  ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ  |  ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ  |  ৬ই রমজান, ১৪৪৪ হিজরি

লন্ডনে আবদুল গাফফার চৌধুরীর নামাজে জানাজা শুক্রবার

মহান একুশের অমর সংগীতের রচয়িতা, বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর নামাজে জানাজা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন জুম্মার নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিক লেইন মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ-বাংলাদেশি কম্যুনিটির সদস্যসহ সবাইকে মরহুমের নামাজে জানাজায়  অংশ নিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত ও তার জান্নাতবাসের জন্য দোয়ায় শামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com