লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার; এই তিন তারকার আক্রমণভাগ নিয়েও গত মৌসুমে লিগ শিরোপা ছাড়া আর কিছু জিততে পারেনি পিএসজি। এমন আক্রমণ ভাগ থাকা সত্ত্বেও চ্যাম্পিয়নস লিগে শেষ ষোল থেকেই বিদায় নিতে হয় ফ্রেঞ্চ ক্লাবটিকে। কিন্তু বলা হয়ে থাকে এক মার্কো ভেরাত্তি ছাড়া এখনো বিশ্বমানের মিডফিল্ডার দলে ভেড়াতে পারেনি দলটি। মাঝ মাঠ সেই মানের না হওয়ায় এখনো সাফল্য পাচ্ছে না দলটি।

