কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পর্তুগাল একাদশে সুযোগই পেলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতে অবশ্য কোনো সমস্যাই হয়নি পর্তুগালের। ম্যাচের প্রথমার্ধের পুরোটা সময় তারা সুইসদের ব্যতিব্যস্ত করে রেখেছিল। গোল করেছে দুইটি। প্রথমার্ধ শেষেই পর্তুগাল শেষ আটের টিকিট অনেকটাই কনফার্ম করে ফেলল। ম্যাচের ১৭ মিনিটে দর্শনীয় নৈপূণ্যে প্রথম গোলটি করেছেন গনসালো রামোস। এরপর ৩৩ তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন পেপে।

