দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলার গ্যালারি প্রায় ভরপুর ছিল দর্শকে। কিন্তু পরের ম্যাচেই দেখা গেল উল্টো দৃশ্য। ঢাকা ডমিনেটর্সের হয়ে একমাত্র সৌম্য সরকার ছাড়া কেউ রান করতে পারেননি। পরে ঢাকার রান তাড়ায় নেমে খুলনার ব্যাটাররা এমনভাবে ধুঁকছিলেন যে গ্যালারি ফাঁকা হতে থাকে। এমন ম্যাড়ম্যাড়ে ম্যাচও হুট করেই জমে উঠেছিল। শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরে ছিলেন, তারা অবাক বিস্ময়ে দেখলেন এই পুঁজি নিয়েও কিভাবে ২৪ রানের জয় তুলে নিল!
রান তাড়ায় নেমে খুলনা টাইগার্সের শুরুটাও হয়েছিল নড়বড়ে। টার্গেট ছোট হলেও রান তুলতে নাভিশ্বাস উঠছিল খুলনার ব্যাটারদের। দলীয় ৯ রানে শাই হোপকে (৫) বোল্ড করে দেন তাসকিন আহমেদ। মাহমুদুল হাসান জয় করেন ৫ বলে ৪ রান। পাকিস্তানি আজম খানও তাসকিনের শিকার হওয়ার আগে ১০ বলে ৪ রানের বেশি করতে পারেননি। খুলনা অধিনায়ক ইয়াসির আলী আর তামিম ইকবাল মিলে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। ঢাকার ফিল্ডারদের ক্যাচ মিসের অবদানও কম নয়। নাসিরের বলে ২৩ বলে ৩০ করা তামিম ক্যাচ দিয়ে ফেরেন।