বুধবার  ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ  |  ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ  |  ৬ই রমজান, ১৪৪৪ হিজরি

মৌসুমীকে নিয়ে কটূকথা, সতর্ক করা হলো মিজান-জামালকে

দেশের সিনেপাড়ায় কয়েক দিন ধরেই ওমর সানী, মৌসুমী, জায়েদ খান প্রসঙ্গে আলোচনা চলছিল। ওমর সানী জায়েদ খানকে চড় মেরেছেন আর জায়েদ খান বন্দুক দেখিয়েছেন ওমর সানীকে―এমন খবর চারদিকে ছড়িয়ে পড়ে। শুধু তা-ই নয়, এর পেছনে কারণ হলো জায়েদ খান মৌসুমীকে ডিস্টার্ব করেন।

এরপর রবিবার সন্ধ্যায় জায়েদের বিরুদ্ধে ওমর সানী সংসার ভাঙার চেষ্টার অভিযোগ তুলে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com