পরনে নীল পাঞ্জাবি। মুখে হাসি। বরমালা হাতে এভাবেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দেব। নাহ, পাশে রুক্ষ্মিণী নেই। তার বদলে মেরুন শাড়ি পরে দাঁড়িয়ে অন্য নায়িকা। কে তিনি? নিজের চোখেই দেখে নিন।
হ্যাঁ, অভিনেত্রী কৌশানির সঙ্গেই ফুলের মালা হাতে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দেব। অভিনেত্রীর হাতেও একটি মালা রয়েছে। কিন্তু একে অন্যকে পরানোর জন্য? তারা কি মালাবদল করেছেন? সে প্রশ্নের উত্তর ছবির ক্যাপশনে দেননি দেব। তার বদলে শুধু এটুকু জানিয়েছেন ছবিটি ‘প্রজাপতি’ সিনেমার ডিলিটেড সিন থেকে নেওয়া একটি মুহূর্ত। তাই দৃশ্যটির বিষয়ে জানতে হলে ছবিটি দেখতে হবে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেছেন দেব।