মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে ভারতের বিভিন্ন রাজ্যে ভয়াবহ প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, দিল্লি, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, তেলাঙ্গানা, মহারাষ্ট্র সহ অনেক স্থানে শুক্রবার যেন রণক্ষেত্রে রূপ নেয়। এতে ঝাড়খণ্ডে নিহত হয়েছেন কমপক্ষে দু’জন । অনলাইন দ্য হিন্দু বলছে, দিল্লিতে ঐতিহাসিক জামা মসজিদে জুমার নামাজের পর প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। ঝাড়খণ্ডে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি করেছে। পশ্চিমবঙ্গের হাওদায় কয়েক হাজার মানুষ সড়ক ব্লক করে দেয়। ধুলাগড়, পাঁচলা, উলুবেরিয়ায় ন্যাশনাল হাইওয়ে-৬ বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে সেখানে তাদের তুমুল সংঘর্ষ হয়। হাওড়া-খড়গপুর অংশে ফুলেশ্বর এবং চেঙ্গাইল স্টেশনের মধ্যবর্তী স্থানে রেলওয়ে ট্র্যাক ব্লক করে দেয় বিক্ষুব্ধ জনতা।
এ ঘটনায় কড়া বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসাত্মক ঘটনা বরদাশত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।