ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সুভাড্ডা এলাকায় গত সোমবার রাতে এক বাকপ্রতিবন্ধী নারীকে (৩২) ধর্ষণের পর পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে গতকাল জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
ভুক্তভোগীর বোন জানান, তাঁদের বাসা কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায়। সেখান থেকে সোমবার সন্ধ্যায় তাঁর বোনকে সুভাড্ডা এলাকায় নিয়ে ধর্ষণ করে গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে অগ্নিদগ্ধ অবস্থায় ভুক্তভোগীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার প্রস্তুতি চলছে।’