যুক্তরাজ্যের নামিদামি ব্র্যান্ডগুলোর শোরুমে বিক্রি হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক। এসব পোশাক সংগ্রহকারী বড় বড় ফ্যাশন ব্র্যান্ড অনেক ক্ষেত্রে উৎপাদন খরচের চেয়ে কম মূল্য পরিশোধ করছে। বাংলাদেশের এক হাজার তৈরি পোশাক উদ্যোক্তার মতামত নিয়ে তৈরি এই জরিপ প্রকাশিত হয়েছে গত রবিবার।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বেশির ভাগ পোশাক কারখানাই তাদের পণ্য বিশ্বের ২৪টি বড় খুচরা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। এসব ব্র্যান্ড প্রায় দুই বছর আগে করোনা মহামারির শুরুতে যে দাম ছিল সেই মূল্যই পরিশোধ করছে। অথচ এত দিনে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির জেরে কাঁচামালের দাম বেড়েছে অনেক।