বাংলাদেশে গুম ও বিচারবহির্ভূত হত্যা নাটকীয়ভাবে কমার প্রশংসা করলেও র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কোনো নির্দিষ্ট সময়সীমা দেয়নি যুক্তরাষ্ট্র। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জেফ রাইডেনাওয়ার মঙ্গলবার এ কথা জানান।
মুখপাত্র বলেন, ‘র্যাবের বিরুদ্ধে গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ নাটকীয়ভাবে কমে যাওয়ায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন। এ ধরনের সংস্কার অব্যাহত রাখার ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার আমরা প্রশংসা করি। আমরা বিচারবহির্ভূত হত্যার অভিযোগগুলোর স্বাধীন তদন্ত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি।’