ফুটবলের আঁতুড়ঘর বলা হয়ে থাকে ব্রাজিলকে। বিশ্ব আসরে পাঁচবারের চ্যাম্পিয়ন দেশটি জন্ম দিয়েছে বহু ফুটবল তারকাকে। কিংবদন্তি পেলে-নেইমারদের দেশে ফুটবলের পাশাপাশি উত্থান হয়েছে এবার ক্রিকেটের। দক্ষিণ পূর্ব ব্রাজিলে মিনাস গেরাইস রাজ্যের ছোট্ট শহর পোকোস দে কালদাস।

