মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের চক কবিরাজি এলাকায় পারাবত এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার দুপুর দুইটার পর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো আগুন লাগা বগিগুলো সরিয়ে রেললাইন চলাচলের জন্য প্রস্তুত করার কাজ চলছে।
আগুনে ট্রেনের পাওয়ার কারসহ তিনটি বগি পুড়ে গেছে।এর মধ্যে একটি এসি বগি। এদিকে ট্রেনে আগুন লাগার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্য কমিটি গঠন করা হয়েছে।
বেলা ১টার দিকে কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের চক কবিরাজি এলাকায় পারাবত এক্সপ্রেস পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকা থেকে সিলেট যাচ্ছিল আন্তঃনগর ট্রেনটি। ট্রেনের আগুন লাগার পর ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ পাশা হারুন বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। প্রাথমিক ধারণা ট্রেনের পাওয়ার কার বগির ব্রেক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তল্লাশী করেছি কেউ হতাহত হয়নি।https://youtu.be/QLxarzcHwDM