সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে যাচ্ছেন সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে অংশ নিতেই দুবাই যাবেন তারা। এ বিষয়ে এক ভিডিওবার্তায় রাজ বলেন, আমি ও পরীমনি দুবাইয়ে আসছি। ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে আজমানে। সবার সঙ্গে দেখা হচ্ছে।
দাম্পত্য কলহের জেরে পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ছিলেন রাজ-পরী দম্পতি। এবার রাজের ভিডিওবার্তা নিয়ে আলোচনা চলছে সামাজিকমাধ্যমে। ইতোমধ্যে খবর পাওয়া গেছে দুজনে একত্রেই রয়েছেন। পরীমনির বান্ধবী শিরিন শিলা বলছেন দুজনের দূরত্ব নেই।
শুধু রাজ-পরীই নন, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা।