বড়দিনের ছুটি কাটিয়ে ইতালিতে ফিরেই করোনা পজিটিভ হয়েছেন নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমে। শুক্রবার নাপোলির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ২১ বছর বয়সী ওসিমে গত নভেম্বর থেকে কাঁধের ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন। আফ্রিকান নেশন্স কাপের নাইজেরিয়ার হয়ে খেলতে গিয়ে কাঁধে আঘাত পান ওসিমে।
বেলজিয়াম থেকে ইতালিতে ফিরেই নাকি ওসিমে করোনা পজিটিভ হয়েছেন। ইতোমধ্যেই তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে এক বিবৃতিতে নাপোলি জানিয়েছে। তার মধ্যে কোনো ধরনের উপসর্গ ধরা পড়েনি। এমনকি তিনি দলের অন্য কারোর সংষ্পর্শেও আসেননি।
৮০ মিলিয়ন ইউরোতে পাঁচ বছরের চুক্তিতে গত গ্রীষ্মে ফরাসি ক্লাব লিলি থেকে নাপোলিতে যোগ দিয়েছিলেন এই তরুণ ফরোয়ার্ড। এবারের মৌসুমে ৬ ম্যাচে করেছেন দুই গোল। কাঁধের ইনজুরির কারণে গত ৮ নভেম্বর থেকে তিনি বিশ্রামে আছেন। করোনা পজিটিভ হওয়ার কারণে ২০ জানুয়ারি জুভেন্তাসের বিপক্ষে ইতালিয়ান সুপার কাপে খেলতে পারছেন না ওসিমে।