থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের জঙ্গল থেকে আরো ১১৭ জনকে উদ্ধার করা হয়েছে। শনিবার কর্মকর্তারা মানব পাচারের শিকার ওইসব লোকদের জিজ্ঞাসাবাদ করছে বলে রয়টার্স জানিয়েছে। প্রাদেশিক ডেপুটি গভর্নর একারাত সিসেনকে উদ্ধৃত করে রয়টার্স আরো জানিয়েছে, শংখলা প্রদেশের রাত্তাফুম জেলা থেকে উদ্ধারকৃতদের মধ্যে ২৬ জন মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম, বাকিরা বাংলাদেশ থেকে আসা।
বাংলাদেশের কক্সবাজার থেকে সাগর পথে মালয়েশিয়ার মানব পাচারের বেশ কয়েকটি ঘটনা ধরা পড়েছে এর আগে। বলা হচ্ছে, এদেরও সেভাবে পাচার করা হচ্ছিল।
পাচারের শিকারদের মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের ওই জঙ্গলে রাখা হত। যাদের মধ্যে নির্যাতনে অনেকের মৃত্যু ঘটে।
১১৭ জনের বিষয়ে ডেপুটি গভর্নর বলেন, এরা আসলে পাচারের শিকার, না কি নিজেরাই এসেছে, তা যাচাই করে দেখছি।
যাচাই করে যদি তারা মানব পাচারের শিকার বলে প্রমাণ মেলে, তবে তাদের দেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হেফাজতে দেওয়া হবে বলে জানান তিনি।
মালয়েশিয়া সীমান্তবর্তী ওই জঙ্গলে গত সপ্তাহে ৩৩ জনের কবর পাওয়ার পর মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচা।