দেশে আবারো লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। রাজধানীতে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। দিন দিন ডেঙ্গু পরিস্থিতি আরো জটিল রূপ ধারণ করছে। সারাদেশেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন মানুষ। তবে রাজধানীতে আক্রান্তের সংখ্যা বেশি। গতকাল তিন জনসহ এ বছর ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ২৩৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৭৫২ জন। গতকাল একদিনের পরিসংখ্যানে রেকর্ড ৭১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

