বয়স হয়ে গেছে ৩৮। সিংহভাগ ক্রিকেটারই এই বয়সে অবসর নিয়ে নেন। কিন্তু মোহাম্মদ আশরাফুল এখনও ক্রিকেট ছাড়েননি। স্পট ফিক্সিংয়ে নির্বাসিত হয়ে ক্যারিয়ার ধ্বংস করেছিলেন। এরপর নিষেধাজ্ঞা কাটলেও আর জাতীয় দলে ফেরার মতো পারফর্মেন্স দেখাতে পারেননি। বারবার নির্বাচকদের মন জোগাতে ব্যর্থ হয়ে আশরাফুল এখন আশাই ছেড়ে দিয়েছেন।

