৯ জানুয়ারী বিরুলিয়া গোলাপগ্রামে দিনব্যাপি সিএমসি আয়োজিত ফ্রি স্বাস্থ্য সেবা, পর্যাপ্ত ঔষধ, করোনা সামগ্রী বিতরণ করা হয়। সেই সাথে সিএমসি~গতি নার্সারি ( বৃক্ষসেবা কেন্দ্র ) চালু করা হয়। পরিবেশবাদী ও মানবিক সংগঠন গতি ফাউন্ডেশনের ভলেন্টিয়ার সহযোগে সারাদিন স্বাস্থ্য সেবা, সচেতনতা ক্যাম্পাইন, বৃক্ষ রোপণ করা হয়। শ্যামপুর আশ্রায়ণ প্রকল্পের ৩০০ পরিবারে সারাদিন স্বাস্থ্য সেবা, পরিবেশ সচেতনতা, মানবিক লিফলেট, সাহায্য বিতরণ করা হয়। সেই সাথে সিএমসি -গতি বৃক্ষসেবা কেন্দ্র চালু করা হয় । পরিশেষে সিএমসি-গতির নিজস্ব কার্যালয়ের সামনে গিয়ে গাছ লাগান উপস্থিত সকলে। সকলকে করোনা সর্তকতা সহ গোলাপ গ্রামের পরিবেশ রক্ষায় আমন্ত্রন করা হয়। পরিবেশবাদী মানবিক সংগঠন গতির উদ্দেশ্য মানুষকে সচেতন করা আর সিএমসি আন্তরিক মানবতায়। শ্যামপুরস্থ আশ্রায়ন প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান শেষে “সিএমসি – গতি” বৃক্ষ লালন কেন্দ্র প্রকল্পের এই শুভ সূচনা করা হয়। এলাকাবাসি বাংলাবাজারের সাংবাদিকদের জানায় তারা খুবই উপকৃত হয়েছেন। সেই সাথে তারা কামনা করেন করোনা সময়ে যেন, সিএমসি আয়োজিত ফ্রি স্বাস্থ্য সেবা, ঔষধ, সামগ্রী বিতরণ যেন প্রতিমাসে ধারাবাহিক ভাবে করা হয়।
Www.banglabazar.news