কান চলচ্চিত্র উৎসবে সেরা পোশাকধারী ভারতীয় অভিনেত্রীর পুরস্কার জিতলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক জরিপে সোনাম কাপুর এবং ক্যাটরিনা কাইফকে পেছনে ফেলেছেন তিনি।
লেবানিজ ডিজাইনার এলি সাবের সমুদ্রনীল সান্ধ্য পোশাকে প্রথম দিনই সবার নজর কাড়েন ঐশ্বরিয়া। লাল গালিচায় ঐশ্বরিয়ার পরনের সেই পোশাক ভোট পেয়েছে সবচেয়ে বেশি, শতকরা ৫০ দশমিক ৫৩ ভাগ। এছাড়া ১৬ দশমিক ৮২ শতাংশ ভোট পেয়েছে অ্যাশের পড়া গেরুয়া রঙের একটি ফুলেল জাম্পস্যুট, যা নকশা করেন ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জি।
ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবের অন্যতম স্পন্সর মেকআপ ব্র্যান্ড ল’ রিয়াল প্যারিস। আর এই ব্র্যান্ডের দূত হিসেবেই প্রতি বছর কান উত্সবে যোগ দিয়ে থাকেন ভারতীয় অভিনেত্রীরা।