তরুণ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে জার্মানিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভের সময় পুলিশ আটক করেছে। সুইডিশ নাগরিক থুনবার্গ জার্মানির পশ্চিমাঞ্চলের লুটজেরাথ গ্রামে কয়লা খনি সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন।
পুলিশ রয়টার্সকে বলেছে, গ্রেটা থুনবার্গ আরো অনেকের সঙ্গে মিলে গার্জওয়েলার ২ নামের খনির প্রান্তের দিকে ছুটে গিয়েছিলেন।